ধররে মন সাধুর সঙ্গ [ Dhorore Mon Sadhur Songo ]

ধররে মন সাধুর সঙ্গ [ Dhorore Mon Sadhur Songo ]
কথা : লালন শাহ [ Lalon Shah ]
মুল গায়ক : সঞ্চিতা পল [ Shonchita Pol ]

 

ধররে মন সাধুর সঙ্গ

 

ধররে মন সাধুর সঙ্গ

ধর রে মন সাধুর সঙ্গ
ভজরে আনন্দের গৌরাঙ্গ

সাধুরও গুণ যায় না বলা
শুদ্ধ চিত্ত অন্তর খোলা
সাধুরও গুণ যায় না বলা
শুদ্ধ চিত্ত অন্তর খোলা
সাধুর দরশনে যায় মনের ময়লা
দরশনে যায় মনের ময়লা
পরশে হয় প্রেমতরঙ্গ
দরশনে যায় মনের ময়লা
পরশে হয় প্রেমতরঙ্গ
ভজরে আনন্দের গৌরাঙ্গ
ধর রে মন সাধুর সঙ্গ
ভজরে আনন্দের গৌরাঙ্গ

সাধুজনার প্রেম হিল্লোলে
কত মানিক মুক্তা ফলে
সাধুজনার প্রেম হিল্লোলে
কত মানিক মুক্তা ফলে
সাধু যারে দয়া করে
প্রেমময় দেয় প্রেমঅঙ্গ
সাধু যারে দয়া করে
প্রেমময় দেয় প্রেমঅঙ্গ
ভজরে আনন্দের গৌরাঙ্গ
ধর রে মন সাধুর সঙ্গ
ভজরে আনন্দের গৌরাঙ্গ

 

লালন শাহ ঃ

লালন (১৭ অক্টোবর ১৭৭৪ – ১৭ অক্টোবর ১৮৯০) ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী একজন বাঙালি; যিনি ফকির লালনলালন সাঁইলালন শাহমহাত্মা লালন ইত্যাদি নামেও পরিচিত। তিনি একাধারে একজন আধ্যাত্মিক ফকির সাধক, মানবতাবাদী, সমাজ সংস্কারক এবং দার্শনিক। তিনি অসংখ্য গানের গীতিকার, সুরকার ও গায়ক ছিলেন। লালনকে বাউল গানের অগ্রদূতদের অন্যতম একজন হিসেবে বিবেচনা করা হয় এবং তার গান উনিশ শতকে বেশ জনপ্রিয়তা অর্জন করে।

লালন ছিলেন একজন মানবতাবাদী সাধক। যিনি ধর্ম, বর্ণ, গোত্রসহ সকল প্রকার জাতিগত বিভেদ থেকে সরে এসে মানবতাকে সর্বোচ্চ স্থান দিয়েছিলেন। অসাম্প্রদায়িক এই মনোভাব থেকেই তিনি তার গান রচনা করেছেন। তার গান ও দর্শন যুগে যুগে প্রভাবিত করেছে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ও অ্যালেন গিন্সবার্গের মতো বহু খ্যাতনামা কবি, সাহিত্যিক, দার্শনিক, বুদ্ধিজীবীসহ অসংখ্য মানুষকে। তার গানগুলো যুগে যুগে বহু সঙ্গীতশিল্পীর কণ্ঠে লালনের এই গানসমূহ উচ্চারিত হয়েছে। গান্ধীরও ২৫ বছর আগে, ভারত উপমহাদেশে সর্বপ্রথম, তাকে ‘মহাত্মা’ উপাধি দেয়া হয়েছিল।

লালন শাহ 1

 

ধররে মন সাধুর সঙ্গ [ Dhorore Mon Sadhur Songo ] কভার ঃ

 

আরও দেখুনঃ

মন্তব্য করুন