ওরে সাম্পানওয়ালা [ Ore Sampanwala ]
লেবেল: স্টুডিও গুরুকুল [ Studio Gurukul ]
প্রযোজনা: সঙ্গীত গুরুকুল [ Music Gurukul ]
![ওরে সাম্পানওয়ালা [ Ore Sampanwala ] 2 শেফালী ঘোষ](https://folkgurukul.com/wp-content/uploads/2024/02/শেফালী-ঘোষ.jpg)
ওরে সাম্পানওয়ালা
ওহরে সাম্পানওয়ালা
তুই আমারে করলি দিওয়ানা
ওহরে সাম্পানওয়ালা
তুই আমারে করলি দিওয়ানা
তুই আমারে…তুই আমারে …
তুই আমারে করলি দিওয়ানা
ও রে রুপ সুন্দরী
তুই আমারে করলি দিওয়ানা
ওহরে …সাম্পানওয়ালা
তুই আমারে করলি দিওয়ানা
সাম্পান ওয়ালার বাবরি চু
কাইরা নিল জাতি কুল
সাম্পান ওয়ালার বাবরি চুল
কাইরা নিল জাতি কুল
তুই বিনে মোর
তুই বিনে মোর
তুই বিনে মোর পরান বাঁচে না
রে সাম্পানওয়ালা
তুই আমারে করলি দিওয়ানা
ওহরে …সাম্পানওয়ালা
তুই আমারে করলি দিওয়ানা
আহা কি রুপ মরি মরি
লাগে যেন সর্গের পরী
আহা কি রুপ মরি মরি
লাগে যেন সর্গের পরী
না দেখলে রুপ
না দেখলে রুপ
না দেখলে রুপ প্রাণ তো বাঁচে না
ও রে রুপ সুন্দরী
তুই আমারে করলি দিওয়ানা
ওরে রুপ সুন্দরী
তুই আমারে করলি দিওয়ানা
তোমাকে চাই আমি আরো কাছে
নদীর ঐ পাড় বন্ধুর বাড়ী
বিছেদ জ্বালা সইতে নারী
নদীর ঐ পাড় বন্ধুর বাড়ী
বিছেদ জ্বালা সইতে নারী
তোই বিনে মোর
তোই বিনে মোর
তোই বিনে মোর ঘুম তু আসে না
রে সাম্পানওয়ালা
তুই আমারে করলি দিওয়ানা
ওহরে …রুপ সুন্দরী
তুই আমারে করলি দিওয়ানা
তুই আমারে…তুই আমারে …
তুই আমারে করলি দিওয়ানা রে
ও রে রুপ সুন্দরী
তুই আমারে করলি দিওয়ানা
ওহরে …সাম্পানওয়ালা
তুই আমারে করলি দিওয়ানা
তুই আমারে করলি দিওয়ানা
তুই আমারে করলি দিওয়ানা
শেফালী ঘোষ :
শেফালী ঘোষ (জানুয়ারি ১১, ১৯৪১ – ডিসেম্বর ৩১, ২০০৬) ছিলেন একজন বাংলাদেশী আঞ্চলিক গানের কিংবদন্তি শিল্পী। তিনি বাংলাদেশের চট্টগ্রামের আঞ্চলিক গানকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরেছেন যা উপমহাদেশের সংগীতকে সমৃদ্ধ করেছে। প্রায় পাঁচ দশকের সংগীত জীবনে তিনি প্রায় সহস্রাধিক গান গেয়েছেন। তার গাওয়া গান নিয়ে দুই শতাধিকের বেশি অ্যালবাম প্রকাশিত হয়েছে। তিনি বেশ কয়েকটি বাংলা চলচ্চিত্রের গানেও প্লেব্যাক শিল্পী হিসেবে কণ্ঠ দিয়েছেন। তিনি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের প্রায় ২০টিরও বেশি দেশে সঙ্গীত পরিবেশন করেছেন।
তার গাওয়া বিখ্যাত গানের মধ্যে রয়েছে এম এন আখতার রচিত এবং সুরারোপিত “যদি সুন্দর একখান মুখ পাইতাম”, আহমেদুল হক সিদ্দিকী রচিত ও সুরে “ও রে সাম্পানওয়ালা”, মলয় ঘোষ দস্তিদার রচিত ও সুরে “ছোট ছোট ঢেউ তুলি” প্রভৃতি। তিনি ১৯৭১ সালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী হিসেবে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে সাংস্কৃতিক ভূমিকা রেখেছেন। সঙ্গীতের পাশাপাশি যাত্রা এবং মঞ্চনাটকেও তার নিয়মিত অংশগ্রহণ ছিল।
![ওরে সাম্পানওয়ালা [ Ore Sampanwala ] 3 ওরে সাম্পানওয়ালা](https://folkgurukul.com/wp-content/uploads/2024/02/শেফালী-ঘোষ-1.jpg)
ওরে সাম্পানওয়ালা [ Ore Sampanwala ] কভার ঃ
আরও দেখুনঃ
![ওরে সাম্পানওয়ালা [ Ore Sampanwala ] 1 ওরে সাম্পানওয়ালা](https://folkgurukul.com/wp-content/uploads/2024/02/ওরে-সাম্পানওয়ালা.webp)