বেহাগ যদি না হয় রাজী [ Behag Jodi Na Hoy Raji ]

বেহাগ যদি না হয় রাজী [ Behag Jodi Na Hoy Raji ]
লেবেল: স্টুডিও গুরুকুল [ Studio Gurukul ]
প্রযোজনা: সঙ্গীত গুরুকুল [ Music Gurukul ]

 

বেহাগ যদি না হয় রাজী

 

বেহাগ যদি না হয় রাজী

বেহাগ যদি না হয় রাজী
বসন্ত যদি না আজ আসে,
এ আসরে ইমন তুমি
থাকো বন্ধু আমার পাশে।

তোমার সুরের হাতটি ধরে
চলো চলে যাই,
যেখানেতে আনন্দ রাগ বাজে গো সদাই,
তোমার সুরের হাতটি ধরে
চলো চলে যাই,
যেখানেতে আনন্দ রাগ বাজে গো সদাই,
কথার ফুলে সুরের ভ্রমর
যেথায় মিলন সুখে হাসে,
সেই আসরে ইমন তুমি
থাকো বন্ধু আমার পাশে।।

চোখের দেখা যাক ফুরিয়ে
ক্ষতি কিছু নাই,
স্বপ্ন দেখার নাই সীমানা দেখে যাবো তাই,
চোখের দেখা যাক ফুরিয়ে
ক্ষতি কিছু নাই,
স্বপ্ন দেখার নাই সীমানা দেখে যাবো তাই,
ভালোবাসাই শিখেছে মন
তাইতো শুধুই ভালোবাসে,
এই আসরে ইমন তুমি
থাকো বন্ধু আমার পাশে।

বেহাগ যদি না হয় রাজী
বসন্ত যদি না আজ আসে,
এ আসরে ইমন তুমি
থাকো বন্ধু আমার পাশে।।

cropped Folk Gurukul Logo

 

Behag Jodi Na Hoy Raji

 

Behag Jodi Na Hoi Raji
Basant jodi na aaj ashe
Ei ashore imon tumi
Thako bondhu amar pashe
Behag Jodi Na Hoi Raji
Basant jodi na aaj ashe
Ei ashore imon tumi
Thako bondhu amar pashe

Tomar shurer hath ti dhore
Cholo chole jai
Jekhane te anondo raag
Baaje go shodai
Tomar shurer hath ti dhore
Cholo chole jai
Jekhane te anondo raag
Baaje go shodai
Kothar fule shure bhromor
Jethaye milon-shukhe hashe
Sei ashore imon tumi
Thako bondhu amar pashe

Chokher dekha jak furie
Khhoti kichu nai
Swapno dekhar nai simana
Dekhe jabo tai
Chokher dekha jak furie
Khhoti kichu nai
Swapno dekhar nai simana
Dekhe jabo tai

Bhalobashai Sikhe chhe mon
Taito sudhui bhalobashe
Ei ashore imon tumi
Thako bondhu amar pashe
Behag Jodi Na Hoi Raji
Basant jodi na aaj ashe
Ei ashore imon tumi
Thako bondhu amar pashe

 

মান্না দে :

প্রবোধ চন্দ্র দে ডাক নাম মান্না দে (জন্ম: মে ১, ১৯১৯; মৃত্যু: ২৪ অক্টোবর, ২০১৩ ) ছিলেন ভারতীয় উপমহাদেশের অন্যতম সেরা সংগীত শিল্পী এবং সুরকারদের একজন। হিন্দি, বাংলা, মারাঠি, গুজরাটিসহ প্রায় ২৪টি ভাষায় তিনি ষাট বছরেরও অধিক সময় সংগীত চর্চা করেছিলেন। আলিপুরদুয়ারে তাঁর গুণগ্রাহী দেবপ্রসাদ দাস নিজের বাড়িতে মান্না দে সংগ্রহশালা তৈরি করেছেন। বৈচিত্র্যের বিচারে তাঁকেই ভারতীয় গানের ভুবনে সবর্কালের অন্যতম সেরা গায়ক হিসেবে স্বীকার করে থাকেন অনেক বিশেষজ্ঞ সংগীত বোদ্ধা।

কলকাতায় ২০১৯ খ্রিস্টাব্দে এই কিংবদন্তি সংগীত শিল্পী তথা সুরকারের জন্ম শতবর্ষ অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে পালন করা হয়। কলকাতাতেই প্রায় একশো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। উত্তর কলকাতায় তাঁর বাসস্থানের কাছে মর্মর মূর্তি স্থাপন করা হয়। তিনি ১৯৭২ সালে ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন।

মান্না দে গায়ক হিসেবে ছিলেন আধুনিক বাংলা গানের জগতে সর্বস্তরের শ্রোতাদের কাছে ব্যাপকভাবে জনপ্রিয় ও সফল সংগীত ব্যক্তিত্ব। এছাড়াও, হিন্দি এবং বাংলা সিনেমায় গায়ক হিসেবে অশেষ সুনাম অর্জন করেছেন। মোহাম্মদ রফি, কিশোর কুমার, মুকেশের মতো তিনিও ১৯৫০ থেকে ১৯৭০ খ্রিস্টাব্দের দশক পর্যন্ত ভারতীয় চলচ্চিত্র জগতে সমান জনপ্রিয়তা অর্জন করেন।

সংগীত জীবনে তিনি সাড়ে তিন হাজারেরও বেশি গান রেকর্ড করেন। সংগীত ভুবনে তাঁর এই অসামান্য অবদানের কথা স্বীকার করে ভারত সরকার ১৯৭১ খ্রিস্টাব্দে পদ্মশ্রী, ২০০৫ খ্রিস্টাব্দে পদ্মবিভূষণ এবং ২০০৭ খ্রিস্টাব্দে দাদাসাহেব ফালকে সম্মাননায় অভিষিক্ত করে। ২০১১ খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গ সরকার তাঁকে রাজ্যের সর্বোচ্চ অসামরিক সম্মান বঙ্গবিভূষণ প্রদান করে।

 

মান্না দে

 

বেহাগ যদি না হয় রাজী [ Behag Jodi Na Hoy Raji ] কভার ঃ

 

আরও দেখুনঃ

মন্তব্য করুন