Site icon Folk Gurukul [ লোকগান গুরুকুল ] GDCN

দেখো মনোরাই ( লালন শাহ ) [ Dekho monorai ]

দেখো মনোরাই

দেখো মনোরাই ( লালন শাহ ) [ Dekho monorai ] by Folk Gurukul
লেবেল: স্টুডিও গুরুকুল [ Studio Gurukul ]
প্রযোজনা: সঙ্গীত গুরুকুল [ Music Gurukul ]
কাভার: শ্রী কৃষ্ণ গোপাল [shree Krishna Gopal ]
বাংলা ঢোল : সুকুমার চন্দ্র দাস [ Sukumar Chandra Das ]
দোতারা : মাহবুবুর রহমান শান্ত [ Mahbubur Rahman Shanto ]
বাঁশি : মেহেদী হাসান রাব্বি [ Mehedy Hassan Rabbi ]

 

 

দেখো মনোরাই

দেখো দেখো মনরায় হয়েছে উদয়
দেখো মনরায় হয়েছে উদয়
কী আনন্দময় সাধুর সধ-বাজারে
পাপীর ভাগ্যে এমন দিন কি আর হবে রে?
পাপীর ভাগ্যে

দেখো দেখো মনরায় হয়েছে উদয়
দেখো মনরায় হয়েছে উদয়
কী আনন্দময় সাধুর সধ-বাজারে
পাপীর ভাগ্যে এমন দিন কি আর হবে রে?
পাপীর ভাগ্যে

দেখো দেখো মনরায়

যথা রে সেই সাধুর বাজার
তথা সাঁই’র বারাম নিরন্তর
যথা রে সেই সাধুর বাজার
তথা সাঁই’র বারাম নিরন্তর
এনে সাধ সভায় তবে মন আমায়
এনে সাধ-সভায় তবে মন আমায়
আবার যেন ফেরে ফেলিস না রে
পাপীর ভাগ্যে এমন দিন কি আর হবে রে?
পাপীর ভাগ্যে

দেখো দেখো মনরায়

সাধু গুরুর কী মহিমা
বেঁধে দিতে না’রে সীমা
সাধু গুরুর কী মহিমা
বেঁধে দিতে না’রে সীমা
হেন পদে যার নিষ্ঠা না হয় তার
হেন পদে যার নিষ্ঠা না হয় তার
না জানি কপালে কী আছে রে
পাপীর ভাগ্যে এমন দিন কি আর হবে রে?
পাপীর ভাগ্যে

দেখো দেখো মনরায়

সাধুর বাতাসে রে মন
বনের কাষ্ঠ হয় রে চন্দন
সাধুর বাতাসে রে মন
বনের কাষ্ঠ হয় রে চন্দন
লালন বলে, “মন, খোঁজো কি আর ধন?”
লালন বলে, “মন, খোঁজো কি আর ধন?
সাধুর সঙ্গে রঙ্গে দেশ করো রে”
পাপীর ভাগ্যে এমন দিন কি আর হবে রে?
পাপীর ভাগ্যে

দেখো দেখো মনরায় হয়েছে উদয়
দেখো মনরায় হয়েছে উদয়
কী আনন্দময় সাধুর সধ-বাজারে
পাপীর ভাগ্যে এমন দিন কি আর হবে রে?
পাপীর ভাগ্যে

দেখো দেখো মনরায় হয়েছে উদয়
দেখো মনরায় হয়েছে উদয়
কী আনন্দময় সাধুর সধ-বাজারে
পাপীর ভাগ্যে এমন দিন কি আর হবে রে?
পাপীর ভাগ্যে

দেখো দেখো মনরায়

 

লালন শাহ ঃ

লালন (১৭ অক্টোবর ১৭৭৪ – ১৭ অক্টোবর ১৮৯০) ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী একজন বাঙালি; যিনি ফকির লালনলালন সাঁইলালন শাহমহাত্মা লালন ইত্যাদি নামেও পরিচিত। তিনি একাধারে একজন আধ্যাত্মিক ফকির সাধক, মানবতাবাদী, সমাজ সংস্কারক এবং দার্শনিক। তিনি অসংখ্য গানের গীতিকার, সুরকার ও গায়ক ছিলেন। লালনকে বাউল গানের অগ্রদূতদের অন্যতম একজন হিসেবে বিবেচনা করা হয় এবং তার গান উনিশ শতকে বেশ জনপ্রিয়তা অর্জন করে।

লালন ছিলেন একজন মানবতাবাদী সাধক। যিনি ধর্ম, বর্ণ, গোত্রসহ সকল প্রকার জাতিগত বিভেদ থেকে সরে এসে মানবতাকে সর্বোচ্চ স্থান দিয়েছিলেন। অসাম্প্রদায়িক এই মনোভাব থেকেই তিনি তার গান রচনা করেছেন। তার গান ও দর্শন যুগে যুগে প্রভাবিত করেছে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ও অ্যালেন গিন্সবার্গের মতো বহু খ্যাতনামা কবি, সাহিত্যিক, দার্শনিক, বুদ্ধিজীবীসহ অসংখ্য মানুষকে। তার গানগুলো যুগে যুগে বহু সঙ্গীতশিল্পীর কণ্ঠে লালনের এই গানসমূহ উচ্চারিত হয়েছে। গান্ধীরও ২৫ বছর আগে, ভারত উপমহাদেশে সর্বপ্রথম, তাকে ‘মহাত্মা’ উপাধি দেয়া হয়েছিল।

 

 

লোকসঙ্গীত ঃ

লোক সঙ্গীত বাংলাদেশের সঙ্গীতের একটি অন্যতম ধারা। এটি মূলত বাংলার নিজস্ব সঙ্গীত। গ্রাম বাংলার মানুষের জীবনের কথা, সুখ দুঃখের কথা ফুটে ওঠে এই সঙ্গীতে। এর আবার অনেক ভাগ রয়েছে। এটি একটি দেশের বা দেশের যেকোনো অঞ্চলের সংস্কৃতিকে তুলে ধরে। যেমন ভাওয়াইয়া, ভাটিয়ালি, পল্লীগীতি, গম্ভীরা ইত্যাদি।

 

বৈশিষ্ট্য

 

দেখো মনোরাই ( লালন শাহ ) [ Dekho monorai ] কভার ঃ

 

আরও দেখুনঃ

Exit mobile version