এমন মায়ার কান্দন [ Emon mayar kandon ]

এমন মায়ার কান্দন [ Emon mayar kandon ]
লেবেল: স্টুডিও গুরুকুল [ Studio Gurukul ]
প্রযোজনা: সঙ্গীত গুরুকুল [ Music Gurukul ]
কাভার: কামরুজ্জামান রাব্বি [ kamruzzaman Rabbi ]
গিটার : এমিল মুরসালিন
সিন্থেসাইজার : নন্দন চৌধুরী
পারকাশন : কুমার স্বপন

 

এমন মায়ার কান্দন

 

এমন মায়ার কান্দন

এমন মায়ার কান্দন আর কাইন্দোনা রাই বিনোদিনী, রাই বিনোদিনী
এগো কান্দিলে না আর আসিবে শ্যামচাঁন গুণমণি, শ্যামচাঁন গুণমণি

তুমি না ছিলায় গো রাধে আয়ানের ঘরণী, আয়ানের ঘরণী
কেনো ভাগিনার প্রেমে মন মজাইয়া হইলা কলঙ্কিনী, রাই বিনোদিনী

তুমি কার লাগিয়া কাইন্দা কাইন্দা কাটাইলা রজনী
এগো গেলে কালা আর আসে না, সেই কথা জাননি

ভাইবা রাধারমণ বলে শোন গো বিনোদিনী, শোন গো বিনোদিনী
এগো কালার প্রেমে আছে বাঁধা ষোলশো রমনী, রাই বিনোদিনী

 

রাধারমণ দত্ত :

রাধারমণ দত্ত, জন্মসূত্রে রাধারমণ দত্ত পুরকায়স্থ, (১৮৩৩ – ১৯১৫) একজন বাংলা সাহিত্যিক, সাধক কবি, বৈঞ্চব বাউল, ধামালি নৃত্য-এর প্রবর্তক। সংগীতানুরাগীদের কাছে তিনি রাধারমণ বলেই সমাধিক পরিচিত। বাংলা লোকসংগীতের পুরোধা লোককবি রাধারমণ দত্ত। তার রচিত ধামাইল গান সিলেট ও ভারতের বাঙ্গালীদের কাছে প্রিয়।

রাধা রমন নিজের মেধা ও দর্শনকে কাজে লাগিয়ে মানুষের মনে চিরস্থায়ী আসন করে নিয়েছেন। কৃষ্ণ বিরহের আকুতি আর না-পাওয়ার ব্যথা কিংবা সব পেয়েও না-পাওয়ার কষ্ট তাকে সাধকে পরিণত করেছে। তিনি দেহতত্ত্ব, ভক্তিমূলক, অনুরাগ, প্রেম, ভজন, ধামাইলসহ নানা ধরনের কয়েক হাজার গান রচনা করেছেন।

কবি রাধারমণের পারিবারিক ঐতিহ্যের ধারাবাহিকতায় উপাসনার প্রধান অবলম্বন সংগীতের সংগে তার পরিচয় ছিল শৈশব থেকেই। খ্যাতিমান লোককবি জয়দেবের গীতগৌবিন্দ এর বাংলা অনুবাদ করেছিলেন তার পিতা রাধামাধব দত্ত। পিতার সংগীত ও সাহিত্য সাধনা তাকেও প্রভাবিত করেছিল।১২৫০ বঙ্গাব্দে রাধারমণ পিতৃহারা হন এবং মা সুবর্ণা দেবীর কাছে বড় হতে থাকেন। ১২৭৫ বঙ্গাব্দে মৌলভীবাজারের আদপাশা গ্রামে শ্রী চৈতন্যদেবের অন্যতম পার্ষদ সেন শিবানন্দ বংশীয় নন্দকুমার সেন অধিকারীর কন্যা গুণময়ী দেবীকে বিয়ে করেন।

পিতার রচিত গ্রন্থগুলো সে সময় তার জন্য পিতৃ-আদর্শ হয়ে অন্তরে স্থান করে নিল। কালক্রমে তিনি একজন স্বভাবকবি হিসেবে আত্মপ্রকাশ করেন। রচনা করেন হাজার হাজার বাউল গান । লিখেছেন কয়েক শ ধামাইল গান। ধামাইল গান সমবেত নারীকন্ঠে বিয়ের অনুষ্ঠানে গীত হয়। বিশেষত সিলেট, কাছাড়, ত্রিপুরা ও ময়মনসিংহ অঞ্চলে একসময় এর প্রচলন খুব বেশি ছিল

রাধারমণ দত্ত একাধারে গীতিকার, সুরকার, ও শিল্পী ছিলেন। জানা যায়, সাধক রাধারমণ দত্ত ও মরমি কবি হাসন রাজার মধ্যে যোগাযোগ ছিল। অন্তরের মিল ছিল খুব বেশি। তাদের মধ্য বিভিন্ন সময় পত্রালাপ হতো কবিতায়। একবার হাসন রাজা রাধারমণের কুশল জানতে গানের চরণ বাঁধেন : রাধারমণ তুমি কেমন, হাছন রাজা দেখতে চায়। উত্তরে রাধারমণ লিখেনঃ- কুশল তুমি আছো কেমন – জানতে চায় রাধারমণ। রাধারমণ একজন কৃঞ্চপ্রেমিক ছিলেন।

 

জলে যাইওনা গো রাই

 

এমন মায়ার কান্দন [ Emon mayar kandon ] কভার ঃ

 

আরও দেখুনঃ

মন্তব্য করুন