আমার সাদা দিলে কাদা [ Amar Shada Dile Kada ]

আমার সাদা দিলে কাদা [ Amar Shada Dile Kada ]
গানঃ আমার সাদা দিলে কাদা [ Amar Shada Dile Kada ]
লেবেল: স্টুডিও গুরুকুল [ Studio Gurukul ]
প্রযোজনা: সঙ্গীত গুরুকুল [ Music Gurukul ]
কাভার: সুজন বাউলা [ Sujon Baula ]

 

cropped Folk Gurukul Logo

 

আমার সাদা দিলে কাদা

আমার সাদা দিলে কাদা লাগাই গেলি
চাতুরী করিয়া মোরে বান্ধিয়া পিরিতের ডোরে
বিচ্ছেদের সাগরে ভাসাই গেলি রে বন্ধুয়া

পিরিতি আগে বুঝি নাই
তুই পিরিতি শিখাইলি তাই
তুই নিষ্ঠুরে ক্যামনে কইরা ভুলি
কত না সোহাগ করিয়া
হাউসে পিরিত শিখাইয়া
কোন পরানে গেলি আমায় ফেলি রে বন্ধুয়া

কত দিনের কত কথা
হৃদয়ে মোর আছে গাঁথা
তুই কি নিঠুর ভুইলাছিস সকলই
আমি কানতে কানতে ঘুমাই যখন
স্বপ্নে তোরে দেখি তখন
পাইনা তোরে আবার চোখ মেলি রে বন্ধুয়া

 

মুজিব পরদেশী :

মুজিব পরদেশী বাংলাদেশি একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী। তিনি লোকগীতি ধারার শিল্পী হিসেবেই বিশেষ পরিচিত। তাঁর প্রকৃত নাম মুজিবুর রহমান মোল্লা।

করাচীতে ওস্তাদ আশিক আলীর কাছে তবলা শেখা শুরু করেন। শৈশবেই শাস্ত্রীয় সঙ্গীতে তালিম নিয়েছেন ওস্তাদ গোলাম হায়দার আলী খান, ওস্তাদ ফজলুল হক, ওস্তাদ আমানুল্লাহ’র নিকট। তবলা শিখেছেন ওস্তাদ মনির হোসেন খান ও ওস্তাদ সাজ্জাদ হোসেন খানের কাছে। তিনি দীর্ঘদিন গান করছেন লোকগীতির কিংবদন্তি আবদুল আলীমের সাথে। তিনি গণমানুষের জন্য গান করেছেন। তিনি স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শিল্পী ছিলেন ।

আমার সাদা দিলে কাদা

 

আমার সাদা দিলে কাদা [ Amar Shada Dile Kada ] কভার ঃ

 

আরও দেখুনঃ

মন্তব্য করুন