কৃষ্ণ হারা হলাম জগতে [ Krishno hara holam jogote ]

কৃষ্ণ হারা হলাম জগতে [ Krishno hara holam jogote ]
লেবেল: স্টুডিও গুরুকুল || Studio Gurukul ||
প্রযোজনা: সঙ্গীত গুরুকুল || Music Gurukul ||
কাভার: || সান্তনা মন্ডল || Shantona Mondol ||
তবলা : উজ্জল || Ujjal ||
দোতারা : মুন্না || Munna
বাঁশি : আকরাম || Akram ||
গীতিকার : || লালন সাঁই || Lalon Shai ||
সুরকরার : বাউল সফি মন্ডল || Baul Shofi Mondol

 

কোন কুলেতে যাবি মনোরাই

 

কৃষ্ণ হারা হলাম জগতে

আমি কৃষ্ণহারা হলাম এ জগতে।।

ও সখিরে চলো আমরা বনে যাই
বন্ধুর দেখা নাই
বৃন্দাবন আছে কতো দূরে;
ছাড়িয়া ভাবের মায়া
দেহ করিলাম পদছায়া
ললিতে তাঁর পায়ের ধ্বনি শুনিতে।।

আগে সখি পাছে সখি
শত শত সখি দেখি
সব সখির কর্ণে সোনারে;
নদীর কূলে বাজায় বাঁশি
কপালী তিল তোরসী
রাধিকার বন্ধু হয় কোন জনেতে।।

বনের পশু যারা
আমার থেকে ভালো তারা
সঙ্গে লয়ে থাকে আপন পতিরে;
তারা পতির সঙ্গে করে আহার
পতির সঙ্গে করে বিহার
লালন বলে মজে থাকে আপনার পিরিতে।।

 

লালন শাহ ঃ

লালন (১৭ অক্টোবর ১৭৭৪ – ১৭ অক্টোবর ১৮৯০) ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী একজন বাঙালি; যিনি ফকির লালনলালন সাঁইলালন শাহমহাত্মা লালন ইত্যাদি নামেও পরিচিত। তিনি একাধারে একজন আধ্যাত্মিক ফকির সাধক, মানবতাবাদী, সমাজ সংস্কারক এবং দার্শনিক। তিনি অসংখ্য গানের গীতিকার, সুরকার ও গায়ক ছিলেন। লালনকে বাউল গানের অগ্রদূতদের অন্যতম একজন হিসেবে বিবেচনা করা হয় এবং তার গান উনিশ শতকে বেশ জনপ্রিয়তা অর্জন করে।

লালন ছিলেন একজন মানবতাবাদী সাধক। যিনি ধর্ম, বর্ণ, গোত্রসহ সকল প্রকার জাতিগত বিভেদ থেকে সরে এসে মানবতাকে সর্বোচ্চ স্থান দিয়েছিলেন। অসাম্প্রদায়িক এই মনোভাব থেকেই তিনি তার গান রচনা করেছেন। তার গান ও দর্শন যুগে যুগে প্রভাবিত করেছে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ও অ্যালেন গিন্সবার্গের মতো বহু খ্যাতনামা কবি, সাহিত্যিক, দার্শনিক, বুদ্ধিজীবীসহ অসংখ্য মানুষকে। তার গানগুলো যুগে যুগে বহু সঙ্গীতশিল্পীর কণ্ঠে লালনের এই গানসমূহ উচ্চারিত হয়েছে। গান্ধীরও ২৫ বছর আগে, ভারত উপমহাদেশে সর্বপ্রথম, তাকে ‘মহাত্মা’ উপাধি দেয়া হয়েছিল।

কৃষ্ণ হারা হলাম জগতে

 

 

লোকসঙ্গীত ঃ

লোক সঙ্গীত বাংলাদেশের সঙ্গীতের একটি অন্যতম ধারা। এটি মূলত বাংলার নিজস্ব সঙ্গীত। গ্রাম বাংলার মানুষের জীবনের কথা, সুখ দুঃখের কথা ফুটে ওঠে এই সঙ্গীতে। এর আবার অনেক ভাগ রয়েছে। এটি একটি দেশের বা দেশের যেকোনো অঞ্চলের সংস্কৃতিকে তুলে ধরে। যেমন ভাওয়াইয়া, ভাটিয়ালি, পল্লীগীতি, গম্ভীরা ইত্যাদি।

 

বৈশিষ্ট্য
  • মৌখিকভাবে লোকসমাজে প্রচারিত।
  • সম্মিলিত বা একক কণ্ঠে গাওয়া যেতে পারে।
  • প্রজন্ম থেকে প্রজন্মে মানুষের মুখে মুখে এর বিকাশ ঘটে।
  • সাধারণত নিরক্ষর মানুষের রচনায় এবং সুরে এর প্রকাশ ঘটে।
  • আঞ্চলিক ভাষায় উচ্চারিত হয়।
  • প্রকৃতির প্রাধান্য বেশি ।
  • দৈনন্দিন জীবনের সুখ-দুঃখ, প্রকাশ পায়।
  • গ্রাম বাংলার মানুষের জীবন যাপন সম্পর্কে ধারণা পাওয়া যায়।

 

কৃষ্ণ হারা হলাম জগতে [ Krishno hara holam jogote ] কভার ঃ

 

আরও দেখুনঃ

মন্তব্য করুন